কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় সাত মাস বয়সী রাফসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত রাফসান উপজেলার গুণধর ইউনিয়নের মরিচখালী এলাকার বাসিন্দা হৃদয়ের ছেলে।
রাফসানের বাবা জানান, শনিবার রাতে হঠাৎ জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সে সুস্থ হয়ে ফিরে আসে। তবে সোমবার দুপুরে তার ডায়রিয়ার লক্ষণ দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে একটি সিরাপ সেবনের পরামর্শ দেন। কিন্তু সিরাপ সেবনের ১০ মিনিটের মধ্যেই রাফসান মারা যায়।
এ বিষয়ে পল্লী চিকিৎসক ডা. আবু হানিফ মঞ্জিল বলেন, "ডায়রিয়ার জন্য জক্স সিরাপ সেবনের কথা বলেছিলাম। রোগীর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি।"
তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিয়াদ সাহেদ রনি জানান, "ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা হলো ওরস্যালাইন খাওয়ানো। ওরস্যালাইন না দিয়ে জক্স সিরাপ সেবন করানো চিকিৎসাগতভাবে সঠিক সিদ্ধান্ত নয়।"
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত আরও তিন শিশুকে ভর্তি করা হয়েছে। রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা নেওয়ার আহ্বান জানান তিনি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]