রাজধানীর লালবাগ থানায় মো. আলী হত্যা মামলায় গ্রেফতার হওয়া সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম লিফটে না তুলে সিঁড়ি দিয়ে হাঁটিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের চারতলায় তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ ঘটনায় পুলিশের সঙ্গে চেঁচামেচি করেন।
বুধবার সকালে প্রিজন ভ্যানে করে তাকে এবং আরও চারজনকে আদালতে আনা হয়। এর মধ্যে ছিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যুবলীগ নেতা নজরুল ইসলাম কবিরাজ ও আবুল হোসেন।
কামরুল ইসলামের অভিযোগ, "আদালতের লিফট কি নষ্ট? এত উপরে সিঁড়ি দিয়ে হাঁটানো হচ্ছে কেন?" এ সময় পুলিশ সদস্যরা তাকে হাত ধরে সিঁড়ি দিয়ে উঠাতে সহায়তা করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারকী জানান, লিফটের সামনে ভিড় থাকায় এবং নিরাপত্তার স্বার্থে সিঁড়ি দিয়ে আসামিদের আদালতে তোলা হয়। তবে কামরুল ইসলামের অভিযোগ মেনে নিয়ে তিনি মন্তব্য করেন, "উনি প্রায়ই আদালতে এসে ঝগড়া করেন। এটি তার স্বভাবজাত অভ্যাস।"
অন্যদিকে, কামরুল ইসলামের আইনজীবী আফতাফ মাহমুদ চৌধুরী জানান, আদালতে দুই তলায় শুনানির কথা থাকলেও চারতলায় স্থানান্তর করা হয়, যা আসামিদের ভোগান্তির কারণ হয়েছে।
মামলার এজাহারে জানা যায়, গত ১৯ জুলাই রাজধানীর লালবাগের আজিমপুর কলোনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. আলী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ৩০ ডিসেম্বর লালবাগ থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]