সরকার গ্রামীণ ব্যাংকের শেয়ারহোল্ডিং ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে নামিয়ে মালিকানা কমানোর পরিকল্পনা করছে। এর পাশাপাশি, পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি সংখ্যা কমিয়ে একজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকার গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ সংশোধনের একটি খসড়া প্রণয়ন করেছে, যা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশোধনীতে গ্রামীণ ব্যাংকের ৯৫ শতাংশ শেয়ার ঋণগ্রহীতাদের কাছে হস্তান্তরের কথা বলা হয়েছে।
প্রস্তাবিত আইনে ঋণগ্রহীতারা পরিচালনা পর্ষদে ১১ জন পরিচালক নির্বাচন করতে পারবেন, যেখানে আগে সরকারের নিয়োগকৃত তিনজন পরিচালক ছিলেন। এছাড়া, চেয়ারম্যান নির্বাচন বোর্ডের সদস্যদের মধ্য থেকে করার প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, ব্যবস্থাপনা পরিচালকের মেয়াদ ৬০ বছর থেকে সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। নতুন আঞ্চলিক অফিস খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হবে।
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের কার্যক্রমকেও খসড়া আইনে উল্লেখ করা হয়েছে, যা পূর্ববর্তী আইনে অনুপস্থিত ছিল।
এই পদক্ষেপগুলোর লক্ষ্য গ্রামীণ ব্যাংকের মূল কাঠামোতে ফিরে আসা এবং ঋণগ্রহীতাদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করা।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]