দ্বিতীয়বার বিয়ে করে আবারও আলোচনায় এসেছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। তার নতুন স্ত্রী রোজা আহমেদের নামও শিরোনামে উঠে এসেছে। তবে এই বিয়ে ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক।
সম্প্রতি ফায়েজ বেলাল নামে এক যুবক দাবি করেছেন, রোজা আহমেদের সঙ্গে তার দুই বছরের প্রেম ছিল। কিন্তু রোজা তাকে ছেড়ে তাহসানের সঙ্গে সংসার গড়েছেন।
একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে ফায়েজ জানান, রোজার বিয়ের খবরে তার মা ভেঙে পড়েছেন এবং কান্নাকাটি করেছেন। ফায়েজ বলেন, “আমার মায়ের চোখে পানি দেখে জানতে চাইলে তিনি বললেন, ‘এরকম অনেককেই তো খাইয়ে দিয়েছি।’ তখন আমিও মাকে ধরে কান্না করি।”
ফায়েজ আরও জানান, তিনি কাউকে দোষ দিচ্ছেন না এবং তাদের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন।
উল্লেখ্য, ফায়েজ বেলাল পেশায় একজন ব্যবসায়ী এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার। তিনি ঢাকার খিলখেতে বসবাস করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]