করোনাভাইরাসের পর, বিশ্বজুড়ে নতুন ভাইরাস এইচএমপিভি (Human Metapneumovirus) নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চীনে প্রথম শনাক্ত হওয়া এই ভাইরাসটি মহামারির রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে এটি জাপান, মালয়েশিয়া, ভারতসহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় পাঁচ মাস বয়সী এক শিশুর দেহে এইচএমপিভি শনাক্ত হয়েছে। তবে চিকিৎসার পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুম্বাই থেকে কলকাতায় আসার পর শিশুটি অসুস্থ হয়ে পড়ে। জ্বর ও কাশির উপসর্গ দেখা দেওয়ায় বাইপাসের ধারের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তার দেহে এইচএমপিভি শনাক্ত হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুটির অবস্থা গুরুতর ছিল না। সতর্কতার সঙ্গে চিকিৎসা শেষে তাকে সুস্থ ঘোষণা করা হয়।
এর আগে বেঙ্গালুরুতে আট মাস ও তিন মাস বয়সী দুই শিশুর দেহে এবং গুজরাটের আহমদাবাদে দুই মাস বয়সী এক শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছিল। তাদেরও চিকিৎসা শেষে সুস্থ করা হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনের সংক্রমণের সঙ্গে ভারতের এই সংক্রমণের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]