বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে ৬০টি নেশাজাতীয় ইনজেকশনসহ একজনকে আটক করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় কোতয়ালী মডেল থানাধীন সাগরদী নবগ্রাম রোড এলাকার খানবাড়িতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ সাইফুল আলম। অভিযানে আরও উপস্থিত ছিলেন এসআই মোঃ রাহাতুল ইসলাম, এএসআই রতন কুমার সিকদার, শাহাদাত হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আটককৃত ব্যক্তি মোঃ রাসেল খান তুহিন (৪০), সাগরদী নবগ্রাম রোডের খানবাড়ির বাসিন্দা। তার ঘর থেকে ৬০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং কোতয়ালী মডেল থানা বিস্তারিত তদন্ত শুরু করেছে।
একজন বিএমপি কর্মকর্তা বলেন, "মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। বরিশাল শহরকে মাদকমুক্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]