শিক্ষার্থীদের সুবিধার্থে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন শিক্ষাক্রমের পাঠ্যবইগুলোর পিডিএফ ভার্সন এখন সহজেই অনলাইনে পাওয়া যাবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে এই বইগুলো উন্মুক্ত করেছে।
২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যবই ডাউনলোড করতে এনসিটিবি কর্তৃপক্ষ পাঁচটি সহজ ধাপ নির্ধারণ করেছে। শিক্ষার্থীরা এই নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় বইয়ের পিডিএফ কপি ডাউনলোড করতে পারবে।
পাঠ্যবই ডাউনলোডের ধাপসমূহ:
১. যেকোনো ওয়েব ব্রাউজারে গিয়ে nctb.gov.bd লিখে প্রবেশ করতে হবে।
২. নোটিশ বোর্ড থেকে "২০২৫ শিক্ষাবর্ষের সব পাঠ্যপুস্তকের তালিকা" অপশনে অথবা "পাঠ্যপুস্তক" মেনুর অধীনে একই তালিকার লিঙ্কে ক্লিক করতে হবে।
৩. প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক স্তর থেকে প্রয়োজন অনুযায়ী অপশন নির্বাচন করতে হবে।
৪. নির্দিষ্ট শ্রেণির ওপর ক্লিক করতে হবে।
৫. যে পাঠ্যপুস্তক প্রয়োজন, তার নামের পাশে থাকা "ডাউনলোড" বাটনে ক্লিক করতে হবে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক প্রাপ্তি সহজ করার পাশাপাশি শিক্ষার ডিজিটালাইজেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]