উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনে যাচ্ছেন। রোববার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ শেষে এ তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, জনগণের আদরের নেত্রী, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন বেগম খালেদা জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন। এই উপলক্ষে আজ আমরা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।
মির্জা ফখরুল আরও বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, দোয়া করেছি এবং আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরে এসে গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]