বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ অভিযান ২০২৫, ভিডিপি অ্যাডভান্স কোর্স সমাপনী ও নির্বাচনী প্রশিক্ষণ মহড়া সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে সুশৃঙ্খল এবং প্রতিশ্রুতিশীল উদ্যোক্তা হওয়ার জন্য আনসার ভিডিপির প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
আজ ২৫ আগস্ট, সোমবার দুপুর ১২ ঘটিকায় বরিশাল জেলা আনসার ভিডিপির উদ্যোগে কাশিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বৃক্ষরোপণ অভিযানে অংশ নেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি রামবুটান গাছের চারা রোপণ করেন এবং উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন করেন। তিনি বলেন, "প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে এবং যত্ন নেয়, তাহলে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব হবে।"
বৃক্ষরোপণ অভিযান র্যালি ও চারা রোপণের সময় উপস্থিত ছিলেন মো. নাহিদ হাসান জনি, বিএএম জেলা কমান্ড্যান্ট, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, রাবেয়া সুলতানা নাজমা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা এবং কাশিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এছাড়াও অন্যান্য উপজেলা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন। এই অভিযানে মোট ১৫০টি ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ অভিযান শেষে বরিশাল জেলা আনসার ভিডিপি কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় ভিডিপি অ্যাডভান্স কোর্স (১ম ধাপ) সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, "আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দক্ষ জনশক্তি তৈরি করছে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদ্যোক্তা তৈরিতে সাহায্য করছে।"
এছাড়া, নির্বাচনী প্রশিক্ষণের আওতায় নির্বাচনকালীন দায়িত্ব পালন, ভোটকেন্দ্রে শৃঙ্খলা রক্ষা এবং ব্যালট পেপার ও বাক্সের নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের পরীক্ষার মাধ্যমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের ক্রেস্ট এবং প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলার জেলা কমান্ড্যান্ট মো. নাহিদ হাসান জনি, বিএএম, বরিশাল রেঞ্জের সহকারী পরিচালক নাওশিন শারিকা, রাবেয়া সুলতানা নাজমা, সার্কেল অ্যাডজুটেন্ট, উপজেলা প্রশিক্ষকসহ ৮০ জন প্রশিক্ষণার্থী। পরবর্তীতে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ এবং সমাপনী প্রীতিভোজের আয়োজন করা হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]