দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান পারিবারিকভাবে বিয়ে করেছেন মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। শনিবার সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তাহসান জানান, দুই পরিবারের উপস্থিতিতে শুভ কাজটি সম্পন্ন হয়েছে। নববধূ রোজার সঙ্গে সুন্দরভাবে পথ চলার জন্য তিনি সবার কাছে দোয়া চান।
শুক্রবার সকালে তাহসানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর রাতে তিনি সামাজিক মাধ্যমে বিয়ের কিছু ছবি পোস্ট করেন। এক পোস্টে তাহসান একটি কবিতার মাধ্যমে তার অনুভূতি প্রকাশ করেন এবং হ্যাসট্যাগ দেন "হোমফরলাইফ"।
রোজা আহমেদ একজন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট এবং উদ্যোক্তা। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশোনা করে নিউ ইয়র্কের কুইন্সে "রোজাস ব্রাইডাল মেকওভার" প্রতিষ্ঠা করেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে তাহসান খান ও মিথিলা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। ২০১৭ সালে তারা বিবাহবিচ্ছেদ করেন। পরবর্তীতে মিথিলা ভারতীয় নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]