যশোরের বাঘারপাড়ায় পুলিশ পরিচয়ে দুই হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকার এবং মোবাইল ফোন লুট করেছে।
শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামের পশুপতি দেবনাথ (৭০) ও বিশ্বনাথ দেবনাথের (৫২) বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয়। বিশ্বনাথ দেবনাথের বাড়ি থেকে নগদ ৯০ হাজার টাকা, আড়াই ভরি স্বর্ণালংকার, একটি আইফোন এবং একটি বাটন ফোন এবং পশুপতি দেবনাথের বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাতদল।
বাড়ির মালিক জানান, শনিবার ভোর সোয়া চারটার দিকে ছয়টি মোটরসাইকেলে করে ১২ থেকে ১৪ জন লোক তাদের বাড়িতে আসে। তাদের মধ্যে কয়েকজনের গায়ে ডিবি পুলিশের কোটের মতো দেখতে পোশাক ছিল, আর বাকিদের গায়ে পুলিশের নেভি-ব্লু জ্যাকেটের মতো পোশাক। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাড়ির তল্লাশি চালানোর কথা বলে দরজা খুলতে বাধ্য করে।
ডাকাতরা প্রথমে বিশ্বনাথ দেবনাথের বাড়িতে ঢুকে, পরে পাশের পশুপতি দেবনাথের ঘরে প্রবেশ করে। তারা বাড়ির সদস্যদের হাত বেঁধে আলমারি থেকে চাবি নিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে। প্রায় ৪৫ মিনিট ধরে এই ডাকাতি চলে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ঘটনা জানার পর থানা পুলিশ ও যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিবুল ইসলাম (সার্কেল ক) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]