গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভী অনুসারী শীর্ষ নেতা মো. শফিউল্লাহকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাত সোয়া ৯টার দিকে শরীয়তপুর জেলার পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শফিউল্লাহ রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব এবং সাদপন্থি নেতাদের অন্যতম। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের বাসিন্দা।
তাবলিগ জামাতের শুরা নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শফিউল্লাহ এই মামলার ৯ নম্বর আসামি। তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশ গ্রেফতার করে গাজীপুরে নিয়ে যাচ্ছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, শফিউল্লাহকে গ্রেফতার করে টঙ্গী আনার প্রক্রিয়া চলছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]