বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন অভিযোগ করেছেন, বর্তমান সরকার আমলে গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবার তাদের প্রিয়জনদের জীবিত বা অন্তত লাশ ফেরত চায়।
শুক্রবার নোয়াখালীর চাটখিল উপজেলার পূর্ব বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রয়াত উপজেলা বিএনপি সেক্রেটারি পেয়ার আহমেদের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব বলেন, চাটখিলে ছাত্রদল নেতা মামুন, যুবদল নেতা পারভেজ ও সোহেলকে গুম-খুন করা হয়েছে। তাদের জীবিত অথবা লাশ পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানাচ্ছি। এসব ঘটনার সঙ্গে নিরপরাধ নেতাকর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
পেয়ার স্মৃতি সংসদের সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, লিয়াকত আলী ভুট্টো, আনিস আহমেদ হানিফসহ আরও অনেকে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]