বাংলাদেশি রোগীদের ভারতে যাওয়া কমে যাওয়ায় দেশটির হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভিসা কার্যক্রম সীমিত থাকায় ভারতের চিকিৎসা খাতে এ সংকট দেখা দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছর ভারতের বিভিন্ন হাসপাতালে প্রায় ২০ লাখ বিদেশি রোগী চিকিৎসা নেন, যার মধ্যে ৬০ শতাংশই বাংলাদেশি। তবে ভিসা কার্যক্রম কমে যাওয়ায় বাংলাদেশি রোগীর সংখ্যা ৮০ শতাংশ কমে গেছে।
২০২৩ সালে ভারতের মেডিকেল ট্যুরিজম খাত থেকে প্রায় ৯০০ কোটি মার্কিন ডলার আয় হয়েছিল। বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো।
ভারতে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের অবদান দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশি রোগী সংখ্যা কমে যাওয়ার প্রভাব বেঙ্গালুরুর নারায়ণ হেলথ, চেন্নাইয়ের অ্যাপোলো এবং ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজেও পড়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]