শিরোনাম
দক্ষিণাঞ্চলের সাংগঠনিক দায়িত্বে ডা. মাহমুদা মিতু, এনসিপির আঞ্চলিক টিম ঘোষণাবরিশালে ঋণের চাপ সহ্য করতে না পেরে যুবকের আত্মহত্যাশ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে দুই শিশুকে খুন, দুলাভাইয়ের মৃত্যুদণ্ডশ্রমিক দিবসে গৃহকর্মীদের জন্য ন্যায্যতা ও স্বীকৃতির দাবি থেকে আভাস-এর আয়োজনে সংবাদ সম্মেলনশিশুদের চোখে নববর্ষ: রঙ, আনন্দ আর শোভাযাত্রার গল্পএর বিচার না হলে মানুষ আস্থা হারাবে বিএনপি থেকেবরিশালে ছাত্রলীগ নেতাকে নিয়ে বিপাকে পুলিশপতাকা গায়ে জড়িয়ে ইমোশনাল মার্কেটিং—বয়কটের মুখে মোজোসোহরাওয়ার্দী অভিমুখে ‘মার্চ ফর গাজা’আওয়ামী লিগ’সহ পাঁচ দলের নামে ইসিতে নিবন্ধন আবেদন

বরিশালের আবু বকর ছিদ্দিক সোহেল সমাজ সেবা পদকে ভূষিত

বরিশালের আবু বকর ছিদ্দিক সোহেল সমাজ সেবা পদকে ভূষিত

জাতীয় সমাজ সেবা দিবস ২০২৫ উপলক্ষে বরিশাল সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মানবিক কাজে অসামান্য অবদানের জন্য আবু বকর ছিদ্দিক সোহেলকে সমাজ সেবা পদকে ভূষিত করা হয়েছে। তিনি জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী সংগঠন “আবিস্কার”-এর প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. মঞ্জুর মোর্শেদ আলম তার হাতে পদক তুলে দেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সমাজ সেবা অধিদপ্তরের পরিচালক (উপসচিব) শাহ মো. রফিকুল ইসলাম, বরিশালের সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, এবং সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার। সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

জানা গেছে, আবু বকর ছিদ্দিক সোহেল ১৯৫২ সালে তার বাবা ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম আজহার উদ্দিন প্রতিষ্ঠিত “বরিশাল কিশোর মজলিস” এর মাধ্যমে সমাজসেবায় হাতেখড়ি নেন। ১৯৯০ সালে তিনি তার সমমনা বন্ধুদের নিয়ে “আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি” নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, যা পরে “আবিস্কার” নামে পরিচিত হয়।

“আবিস্কার” সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য প্রশিক্ষণ, স্বাবলম্বী উদ্যোগ, মাদকবিরোধী কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজে ভূমিকা রেখে আসছে।

আবু বকর ছিদ্দিক সোহেল বলেন, “আবিস্কারের এই সম্মাননা বরিশালের মানুষের জন্য গর্বের বিষয়। সমাজসেবায় আমাদের অবদান নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হবে।”

আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button