পটুয়াখালী থেকে মোংলার উদ্দেশ্যে নিজ দেশে (ভারত) ফেরার পথে রওনা হয়েছেন ভারতীয় ৩১ জেলে। শনিবার সকাল সাড়ে ৯টায় বিসিজিএস অপরাজেয় বাংলার অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিবুল ইসলামের নেতৃত্বে দুটি বোটে তারা যাত্রা শুরু করেন।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহারের পর পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান তারা।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানিয়েছেন, ১৫ অক্টোবর রাতে বাংলাদেশের জলসীমায় টহল চলাকালে দুটি ট্রলিং ট্রলারসহ ভারতীয় এসব জেলেকে আটক করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। এ সময় ইলিশসহ ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। জলসীমা আইন ভঙ্গের অভিযোগে তাদের নামে মামলা করা হয়। পরে তাদের কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে, গত বৃহস্পতিবার মামলার প্রত্যাহারের মাধ্যমে তারা মুক্তি পান এবং আজ মোংলার উদ্দেশ্যে রওনা দেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]