পঞ্চগড় পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ লক্ষাধিক টাকা ও ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল রোববার রাতে পৌরসভার ডোকরোপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
১২ জনকে সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে এবং আজ সোমবার আদালতে তোলা হয়েছে বলে জানা গেছে।
অভিযান সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আল মামুনের বাসায় দীর্ঘদিন ধরে জুয়ার আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় ২ লাখ ১৩ হাজার ৭৯০ টাকা, ৯টি বাটন ফোন ও ৪টি স্মার্টফোন জব্দ করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান জানান, ১২ জুয়াড়ির বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]