পটুয়াখালীর বাউফল উপজেলায় কালাইয়া বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। শুক্রবার রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে মুখোশধারী ৮-১০ জন দুর্বৃত্ত তাকে অপহরণ করে এবং দোকানের কর্মচারীদের বেঁধে প্রায় সাড়ে ৫ লাখ টাকা লুট করে।
প্রত্যক্ষদর্শী কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক দোকানের সাঁটার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় মুখোশধারীরা দোকানে ঢুকে তাদের জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর সাড়ে ৫ লাখ টাকা লুট করে এবং সিবু বণিককে মুখ বেঁধে ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়।
বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, "ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ও নৌপুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]