বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় ছাত্রনেতা মহিউদ্দিন রনি, কন্টেন ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, রোগীর দালাল নুরুন্নাহারসহ মোট ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের মধ্যবর্তী গেটে কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন চলছিল, এ সময় মহিউদ্দিন রনি, রাকিন, সুনান, সিফাত, শামিম, আল মুসা, কাফি, এইচ এম আবুল খায়ের, নুরুন নাহার, মো. সিয়ামসহ অজ্ঞাতনামা আরও ২৫-৩০ জন চাপাতি, লোহার পাইপ, হকিস্টিক ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়।
এই হামলায় পরিচ্ছন্নতাকর্মী রফিকুল পাটোয়ারী, শামীম, হাসান, সাকিব, জাকারিয়া রুবেল, নুসরাত মণ্ডল, অফিস সহায়ক মো. পারভেজ, ফয়সাল রাব্বি, আয়া সেলিনা ও লিফটম্যান শাকিল গুরুতর আহত হন। হামলাকারীরা নার্স ও আয়াদের শ্লীলতাহানির চেষ্টা করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলেও, হামলাকারীরা জখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।" এই ঘটনায় শেবাচিম হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। উপ-পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]