বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্লোগান লেখা নিয়ে অভিভাবক ও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের ফটকে প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি টানানো হয়। এতে লেখা ছিল, "শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ"। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়রা অভিযুক্ত শিক্ষিকার বদলি ও শাস্তির দাবি জানান।
স্থানীয় বিএনপি নেতা হাবুল হাওলাদার বলেন, "এটি শহিদদের প্রতি অসম্মান। শেখ হাসিনার নাম ও স্লোগান ব্যবহার করা হাস্যকর এবং অন্যায়।"
অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানিয়া আক্তার জানান, "পুরোনো ব্যানার ভুলবশত টানানোর কারণে এ ঘটনা ঘটেছে।"
গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম বলেন, ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]