বরিশাল শহরের বিভিন্ন সড়কে অবৈধ অটো এবং ব্যাটারী চালিত রিকশাগুলোর ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে। এই রিকশাগুলি লাইসেন্স ছাড়া চলাচল করছে এবং প্রতিদিনই নগরীর বিভিন্ন স্থানে চাঁদা দিতে হচ্ছে চালকদের। এর সুযোগ নিয়ে একটি শক্তিশালী চক্র অবৈধ স্টিকার বানিজ্য চালাচ্ছে।
বরিশালের সড়কগুলোতে অবৈধ এসব রিকশার কারণে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয় চক্রটি দিনের পর দিন চাঁদা আদায় করছে, যা বছরে প্রায় ৫০ কোটি টাকায় পৌঁছায়। তবে, দুর্ভাগ্যজনকভাবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাবে এই অবৈধ কার্যক্রম থামছে না।
এই অবৈধ কার্যক্রমের ফলে বরিশালের পরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং নগরবাসী নিরাপদ যাত্রার সুযোগ পাচ্ছে না। কর্তৃপক্ষের উচিত অবিলম্বে এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, যাতে শহরটি নিরাপদ ও নিয়মতান্ত্রিক পরিবহন ব্যবস্থায় পরিচালিত হতে পারে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]