বরিশাল মহানগর বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
শুক্রবার ভোরে বরিশাল নগরীর ভাটার খাল, কেডিসি বস্তি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন বিসিসির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী তারেক শাহ, এনাউল হাসান, আবু ছাইম চৌধুরী, ছাত্রলীগ নেতা নুর মোহাম্মদ গাজী (২৯), সদস্য মহিউদ্দিন সিকদার (৩২), রাব্বি হাওলাদার শান্ত (১৯), আতিকুল ইসলাম জিহাদ (২০), এবং যুবলীগ নেতা মো. মশিউর রহমান (৫১)।
কোতোয়ালি মডেল থানা পুলিশ ও র্যাব-৮ জানিয়েছে, ৪ জানুয়ারি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় অভিযান পরিচালিত হয়। তবে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে। সেই মামলাতেই তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
বর্তমানে নগরীর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]