রাজধানীর কারওয়ান বাজারে নির্বাচনী প্রচারণাকালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা মো. আবুল হাসান (৪০) গ্রেফতার হয়েছেন। তেজগাঁও থানা পুলিশ শুক্রবার ভোরে মনিপুরি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত হাসান তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি। তার বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রয়েছে।
থানা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণার সময় কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় আসামি ছিলেন আবুল হাসান।
তেজগাঁও থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]