অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের প্রথম টেস্টে রোহিত শর্মার অনুপস্থিতি এবং ভারতীয় ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছে। রোহিত শর্মা প্রথম টেস্টে না থাকলেও, পরবর্তী দুই টেস্টে মিডল অর্ডারে ব্যাটিং করে রান পাননি। মেলবোর্নে ওপেনিংয়ে নেমেও ব্যর্থ হন। তিনটি টেস্ট মিলিয়ে তার ব্যাটে এসেছে মাত্র ৩১ রান। সিডনিতে শেষ টেস্টে একাদশ থেকে নিজেকে সরানোর দাবি উঠে আসে, যদিও ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রীত বুমরাহ বলেন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরও তার খারাপ পারফরম্যান্স চলতেই থাকে।
ভারতীয় দলের প্রথম দিনেই ১৮৫ রানে অল আউট হয়ে যায়। ম্যাচের প্রথম দিনের শেষ বিকেলে অস্ট্রেলিয়া ৯ রান তুলতেই এক উইকেট হারিয়েছে। তবে, ভারতীয় ব্যাটিংয়ে কিছু বিতর্কও দেখা যায়। বিরাট কোহলির ক্যাচ নিয়ে সিদ্ধান্ত চ্যালেঞ্জ হয়। দ্বিতীয় স্লিপে ক্যাচ নিতে গিয়ে স্টিভেন স্মিথ বল ধরতে পারেননি, পরে বল মার্নাস লাবুশেনের হাতে চলে যায়। তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে কোহলিকে নট আউট দেন। এই সিদ্ধান্ত নিয়ে অস্ট্রেলিয়া ক্ষুব্ধ হয়।
কোহলি এবং শুভমান গিলের মধ্যে ৫০ রানের জুটি হলেও, গিল ব্যক্তিগত ২০ রানে আউট হন এবং কোহলি ৬৯ বলে ১৭ রান করে আউট হন। এরপর ভারতের ব্যাটিং আরও ভেঙে পড়ে এবং পরপর উইকেট হারায়। রিশভ পান্ট ৪০ রান করে আউট হন, তবে তার উচ্চাভিলাষী শটের জন্য সমালোচনার শিকার হন। রবীন্দ্র জাদেজা ২৬ রান করে বিদায় নিলে আর কেউ মাথা তুলে দাঁড়ানোর মতো ছিলেন না।
অস্ট্রেলিয়ার বোলার স্কট বোল্যান্ড চারটি এবং মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স দুটি করে উইকেট শিকার করেন। ভারতের ১৭৬ রানে পিছিয়ে থাকা অবস্থায় অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শুরু করবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]