মুন্সীগঞ্জের সদর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে মাঠপাড়া এলাকায় রোমান হোসেনের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। অনুষ্ঠানে অনুমোদিত মাত্রার চেয়ে দ্বিগুণ শব্দে গান বাজানো হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ এর আওতায় রোমান হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জাকির হোসেন জানান, শব্দের মাত্রা পরিমাপ করে ১০৪ ডেসিবেল তীব্রতা শনাক্ত করা হয়, যা আইনত অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি। পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতেই এই জরিমানা করা হয়েছে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]