দেশজুড়ে শীতের প্রকোপ বেড়ে গেছে, এবং অন্তত ছয়টি অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কুয়াশা ও ঠান্ডার দাপট দেখা যাচ্ছে। আজ শুক্রবার রাজধানীর আকাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকায় শীতের অনুভূতি আরও বেড়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, কুয়াশা কাটার সম্ভাবনা নেই আজ সারাদিন। গত ৩১ ডিসেম্বর থেকে কুয়াশার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কমে শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
আজ রাজধানীর তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় সামান্য কম। তবে গতকাল রোদের অভাব শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।
উত্তরাঞ্চলে ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামের রাজারহাট, কুষ্টিয়ার কুমারখালী, রাজশাহী, নওগাঁর বদলগাছী এবং পাবনার ঈশ্বরদীতেও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানান, আজ রাজধানীতে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। তবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
ভারত থেকে আসা এক দীর্ঘ কুয়াশার চাদর বাংলাদেশকে আচ্ছন্ন করে রেখেছে। গত বছরের জানুয়ারিতেও একই রকম শীত ও কুয়াশার পরিস্থিতি দেখা গিয়েছিল।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]