আমতলীর আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে একটি দোকান ঘরে ৬টি তালা লাগিয়ে দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধার বিরুদ্ধে। দোকানের মালিক জাহাঙ্গীর আলম এখন তার দোকান তালামুক্ত করতে বিএনপি নেতাদের দ্বারে দ্বারে ঘুরছেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ১ জানুয়ারি আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদ থেকে ১৫ বছরের জন্য ২ শতাংশ জমি ইজারা নিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে টিনের সেড ঘর তৈরি করেন এবং ব্যবসা শুরু করেন।
বুধবার গভীর রাতে ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা, যুবদলের সদস্য ফিরোজ মাহমুদ ও ছাত্রদলের সদস্য সজিব হাওলাদার ঘরে ৬টি তালা লাগান। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানতে পেরে জাহাঙ্গীর আলম ইউনিয়ন বিএনপি নেতাদের কাছে গেলে তারা ঘরটি তাদের অফিস হিসেবে ব্যবহার করার কথা জানান এবং ঘর ফেরত না দেওয়ার ঘোষণা দেন।
ঘটনাটি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। একজন স্থানীয় ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, গভীর রাতে দোকানে তালা লাগানোর খবর শুনেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম টারজন জানান, ফারুক মৃধার বিরুদ্ধে দখলবাজির অভিযোগ পাওয়া গেছে এবং তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ওসি তদন্ত আমির হোসেন জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]