হঠাৎ কিসের ক্ষোভ ঝাড়লেন হৃদয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ৪৫
ফেসবুকে তাওহীদ হৃদয়ের ক্ষোভ। ছবি: ফেসবুক
বাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শেষে হৃদয় ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডনে। এর মধ্যে শুরু হয়েছে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। জাতীয় স্টেডিয়ামে হয়েছে ১৬০০ মিটারের রানিং সেশনও। এর আগেই হৃদয় দেশে ফিরলেও অংশ নিতে পারেননি রানিং সেশনে। সামাজিক মাধ্যমে বাংলাদেশের এই তরুণ ক্রিকেটারকে নিয়ে শোনা যাচ্ছে নানা কথা। গুঞ্জন প্রচার হওয়ার কারণেই মূলত খেপেছেন তিনি। কারণ, তাঁর মা অসুস্থ। এখন কারও ফোন ধরার মতো অবস্থায় নেই। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে হৃদয় লিখেছেন, ‘দেশে এসেছি বেশ কদিন হলো। মায়ের ক্যান্সার চিকিৎসার জন্য সকাল থেকে মাকে নিয়ে সিরাজগঞ্জের এনায়েতপুরের একটি হাসপাতালে দৌড়াদৌড়ি করছি। এরকম সময় আমি ইংল্যান্ড নাকি তুরস্ক সেটা যাচাইয়ের জন্য এত ফোন...!’
মায়ের অসুস্থতার কারণে হৃদয়ের মনও ভালো নেই। ২৪ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার লিখেছেন, ‘পাবলিক ফিগার হলেও আমিও একজন মানুষ, আমারও পারিবারিক সমস্যা থাকতে পারে। আমিও মানসিকভাবে সবসময় ঠিক নাও থাকতে পারি। ফোন ধরতে সময় পাচ্ছি না, তাই এখানেই ক্লিয়ার করলাম।’
২০২৩ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হৃদয়ের। ২ বছরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৮১ ম্যাচ। যার মধ্যে ৩৮ ওয়ানডেতে ৩৫.০৬ গড়ে করেছেন ১০৮৭ রান। ১ সেঞ্চুরি ও ৯ ফিফটি করেছেন।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]