বরিশালে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে প্রয়োজনীয় বই না পৌঁছানোর কারণে নতুন শিক্ষাবর্ষে পাঠদান কার্যক্রম উৎসব ছাড়াই শুরু হয়েছে। বুধবার (১ জানুয়ারি) বরিশাল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কিছু বই বিতরণ করা হয়। তবে অনেক বিদ্যালয়ে এখনও পর্যাপ্ত বই পৌঁছায়নি।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন জানান, প্রথম থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কিছু বই এসেছে, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। জানুয়ারি মাসের মধ্যে বাকি বই পৌঁছে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।
বরিশাল বিভাগের ৬ জেলায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও মাদরাসার ১ম থেকে ১০ম শ্রেণির জন্য মোট ১ কোটি ৫৭ লাখ ১২ হাজার ৯৪৫টি বইয়ের চাহিদা রয়েছে। তবে এখন পর্যন্ত সকল শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হয়নি।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]