বরিশালের সদর রোডে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সমাবেশে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। তুচ্ছ একটি ঘটনার জেরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বাড়ে।
সিনিয়র নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও, একই স্থানে অনুষ্ঠিত সমাবেশ শেষে জেলা ও মহানগর ছাত্রদল পৃথক র্যালি বের করে।
মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি জানান, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশের বাইরে ছোট একটি বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয়।
এদিকে, সরকারি গৌরনদী কলেজ ও উপজেলা ছাত্রদলের পৃথক র্যালি চলাকালে ব্যানারের সামনে আসা নিয়ে দুই গ্রুপের হাতাহাতি হয়। এতে একজন গুরুতর আহত হন।
মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার এই সমাবেশে উপস্থিত ছিলেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]