বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল কাল দেশে ফিরেছে দুটি সিরিজের ট্রফি নিয়ে। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের হাতে শোভা পাচ্ছিল আফ্রিকা থেকে জিতে ফেরা দুটি শিরোপা। বিমানবন্দরে তাঁদের ঘিরে ধরে উৎসাহী সমর্থকেরা।
জিম্বাবুয়েতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই শিরোপা জিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল আশাবাদী করে তুলছে দেশের ক্রিকেটের পাইপলাইন নিয়ে। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন ও নির্বাচক মেহরাব হোসেন অপি দলকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন বিমানবন্দরে।
ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বের ৬ ম্যাচে মাত্র একটি হার আর দ্বিপক্ষীয় সিরিজের ৩ ম্যাচের মধ্যে মাত্র একটি পরাজয়। সব মিলিয়ে ১০ ওয়ানডেতে ৮ জয়, হার মাত্র ২; দলীয় অর্জন: দুটি ‘ডাবল’ জয়। এর আগেও শ্রীলঙ্কায় সাফল্য পেয়েছে এই অনূর্ধ্ব-১৯ দল। বর্তমান এশিয়ার চ্যাম্পিয়নও তারা। টানা সাফল্য নিয়ে যুব অধিনায়ক তামিম সংবাদমাধ্যমকে বলেন, ‘কয়েক মাস ধরে আমরা পুরো দল কঠোর পরিশ্রম করেছি। সিলেট ও রাজশাহীতে অনুশীলন ক্যাম্পের সময় একে অন্যের খুঁটিনাটি শিখেছি এবং তার ফলে এসেছে এই সাফল্য। আমাদের এই শিরোপা জয় কঠোর পরিশ্রমের ফল।’
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হবে জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। বিশ্বকাপের ভেন্যুতে সিরিজ জেতায় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে যুবাদের। ‘বিশ্বকাপের আগে এখানে জয়ের অনুভূতি দারুণ। আমাদের মিডল অর্ডারে কিছু সমস্যা ছিল, যেটা কাটিয়ে উঠতে পেরেছি। সবাই যখন সুযোগ পেয়েছে, ভালো করেছে। রাতুল আমাদের দুটি ম্যাচ জিতে দিয়েছে বিপর্যয়ে’—বলছিলেন অধিনায়ক তামিম।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড সফর দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে বলে মনে করেন তামিম। তিনি বলেন, ‘ইংল্যান্ডে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, যেন বিশ্বকাপে আত্মবিশ্বাস নিয়ে যাওয়া যায়।’
২০২০ যুব বিশ্বকাপ বাংলাদেশ যে কোচের অধীনে জিতেছিল, সেই নাভিদ নেওয়াজ এবার আছেন। তামিমদের নিয়ে কোচ বলেছেন, ‘আমি খুব খুশি তাদের পারফরম্যান্স নিয়ে। ভিন্ন আবহাওয়া ও পরিবেশে তারা নিজেকে দারুণ মানিয়ে নিয়েছে। ফাইনাল ম্যাচটা অনেক চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ছেলেরা যেভাবে দৃঢ় মনোবল নিয়ে খেলেছে, সেটা প্রশংসনীয়। আমি ভাগ্য না, বিশ্বাস করি কঠোর পরিশ্রম ও পরিকল্পনায়। বিশ্বকাপের আগে আমাদের সময় আছে, আমরা আরও ভালোভাবে প্রস্তুত হব, যেন বিশ্বকাপ জেতা সম্ভব হয়।’
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]