সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে বিএনপিপন্থী শতাধিক আইনজীবী অংশ নেন।
মিছিল শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘যে বিচারপতির কারণে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, যার কারণে গণতন্ত্র বিসর্জন দিয়েছে, যার কারণে এ দেশের মানুষের সব অধিকার হরণ করা হয়েছে। সেই খায়রুল হকের জন্য কেউ মায়াকান্না করবেন, আর আমাদের মিছিল করতে হবে— এ কথা কখনো ভাবিনি।’
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আদালতের অভ্যন্তরের কোনো ছবি তুলা যায় না। কিন্তু সোমবার পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। কারণ ভিডিওটা দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন। আমাদের কোনো সিনিয়র আইনজীবী কোর্টের অভ্যন্তরে বহিরাগতদের এনে, ক্যামেরাম্যান এনে বিশৃঙ্খলা সৃষ্টি করেনি।’
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]