২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আজ সোমবার (১২ আগস্ট) রাত ১১:৫৯ মিনিটে শেষ হবে। দুই দিন বাড়ানো এই সময়সীমা গত রোববার (১০ আগস্ট) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ভর্তির অন্যান্য নিয়মাবলি আগের মতো বহাল থাকবে। বিস্তারিত তথ্য ও আসনসংখ্যা পাওয়া যাবে ওয়েবসাইটে: https://collegeadmission. eis.du.ac.bd। ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং পরীক্ষার আসন বিন্যাস জানা যাবে ২০ আগস্ট থেকে।
পরীক্ষার সময়সূচি—
আবেদন প্রক্রিয়া শেষে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ২২ আগস্ট (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট (শনিবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট (শনিবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]