যাত্রীবাহী বাস উল্টে যান চলাচল ব্যাহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১০: ০৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে যাত্রীবাহী বাস উল্টে যায়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে যান চলাচল ব্যাহত হয়ে চিটাগাং রোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে মহাসড়কের আমিজউদদীন পেট্রল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদের পথচারীরা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্ভিস লেনে একটি বাস চলন্ত অবস্থায় সড়কের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে কয়েকজন আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা তাদের হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ‘সকালে একটি যাত্রীবাহী বাস উলটে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।’
যানজট ও আহতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা সার্ভিস লেনের একটি পাশ দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ করে দিচ্ছি। এ ছাড়া সড়কের মাঝের লেনটি দিয়ে গাড়ি যাচ্ছে। আহতের কথা আমি শুনেছি, তবে এখানো কারও নাম-পরিচয় জানা যায়নি।’
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]