মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের আমপাং জায়ার তামান দাগাং এলাকায় অভিযান চালিয়েছে দেশটির পুত্রজায়া অভিবাসন বিভাগ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ‘পিকেএনএস’ নামে একটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে অবৈধ বসবাসের অভিযোগে ৯৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। তবে এখনও পর্যন্ত কারও নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮৯ জন প্রবাসীর কাগজপত্র যাচাই-বাছাই করা হয়, যার মধ্যে ৯৩ জনের কাগজপত্র বৈধ নয় বলে জানা যায়।
আটককৃতদের মধ্যে বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, মিয়ানমারের, নেপালি ও পাকিস্তানি নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী একটি শিশুও রয়েছে।
এদের সবাইকে পরবর্তী তদন্তের জন্য ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। এমন ধারাবাহিক অভিযানের কারণে প্রবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
ক্রাইম জোন ২৪
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]