বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বিপরীত পাশে আলফা-মাহেন্দ্রা স্ট্যান্ডের কাছে জেলা পরিষদের ষ্টলের সামনে এবং পথচারীদের চলাচলের জায়গায় অবৈধভাবে চায়ের দোকান বসিয়েছে আলফা-মাহেন্দ্রা শ্রমিক দলের কিছু সদস্য। এর ফলে পথচারীরা চলাচলে ভোগান্তিতে পড়ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালে ছাত্র-জনতার গণআন্দোলনের পর ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর পরিবহন সেক্টরের অনেক কিছুই পরিবর্তিত হয়েছে। একই সময়, বরিশাল আলফা-মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের কমিটির পরিবর্তনও ঘটে, যার ফলে কিছু শ্রমিক নেতা পথচারীদের চলাচলের পথ দখল করে চায়ের দোকান বসানোর কাজ শুরু করেছেন।
এক দোকানদার জানান, আগে আওয়ামী লীগের কিছু লোক ওই স্থানে চায়ের দোকান বসিয়ে ভাড়া নিতেন, তবে বর্তমানে শ্রমিক দলের কিছু লোক ওই একই জায়গায় চায়ের দোকান বসিয়ে ভাড়া তুলছে। তিনি বলেন, “আমরা আগেও চাঁদা দিয়ে ব্যবসা করতাম, এখন সরকার পরিবর্তনের পরও একই অবস্থা।"
যাত্রীদের অভিযোগ, এখানে চলাচলের পথ থাকলেও তা পথচারীদের জন্য নয়, বরং দোকানদারদের জন্য ভাড়া চলে। ফলে, যাত্রীদের এখানে দাঁড়ানোরও সুযোগ নেই।
আলফা-মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের পাশের দোকান মালিক সিরাজুল ইসলাম বাচ্চু বলেন, "আমি জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি, তবে বর্তমানে আলফা-মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের কিছু লোক জোর করে চায়ের দোকান বসিয়েছে, যা আমার ব্যবসার ক্ষতি করছে।" তিনি প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অবৈধ দোকানটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক।
এ বিষয়ে আলফা-মাহেন্দ্রা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিটু জানান, “এই চায়ের দোকানটি আমাদের ইউনিয়নের সম্পত্তিতে বসানো হয়েছে এবং দোকানদার শ্রমিক ইউনিয়নের সদস্য।” তিনি আরও বলেন, "দূর্ঘটনায় শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ওই ব্যক্তি কাজ করতে পারছেন না, তাই তাকে দোকান বসানোর সুযোগ দেওয়া হয়েছে।"
বরিশাল মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদ খান বলেন, "আমি বিষয়টি জানি না, তবে যদি কেউ শ্রমিক দলের পরিচয় দিয়ে কোনো দখলবাজি বা অবৈধ কার্যক্রমে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]