এককোষী প্রাণী থেকে শুরু করে মানবদেহের কোষ পর্যন্ত ‘মনে রাখার’ ক্ষমতা রাখে! এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক গবেষণায়। গবেষকরা জানাচ্ছেন, মস্তিষ্কবিহীন কোষও শিখতে পারে এবং এই প্রক্রিয়ায় কোষের ভেতরে ঘটে কিছু অভাবনীয় ঘটনা।
গবেষণায় দেখা গেছে, কোষে হ্যাবিচুয়েশন নামে একটি প্রক্রিয়া কাজ করে। এটি এমন এক সরল শেখার পদ্ধতি, যেখানে বারবার উদ্দীপনায় প্রতিক্রিয়া কমে যায়। উদাহরণস্বরূপ, ঘড়ির টিকটিক শব্দ একসময় আপনার কান এড়িয়ে যায়। এই পদ্ধতিতে ভয়ও জয় করা সম্ভব!
গবেষণায় প্রমাণিত হয়েছে, এককোষী অ্যামিবা এবং মানব কোষ উভয়েই হ্যাবিচুয়েশনের বৈশিষ্ট্য প্রদর্শন করে। অ্যামিবা চুলের মতো গঠন (সিলিয়েট) ব্যবহার করে চলাফেরা ও খাবার সংগ্রহ করে। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর বুদ্ধিও তাদের আছে!
গবেষণার প্রধান বলেন, “কোষ কীভাবে মস্তিষ্ক ছাড়াই এমন জটিল কাজ করে, তা এখনো আমাদের কাছে রহস্য।” গবেষণায় কম্পিউটার মডেলের সাহায্যে কোষের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া বিশ্লেষণ করে চারটি অণু নেটওয়ার্ক চিহ্নিত করা হয়েছে, যা প্রাণীর মস্তিষ্কে পাওয়া হ্যাবিচুয়েশনের মতো আচরণ দেখায়।
এই আবিষ্কার ক্যান্সার কোষের কেমোথেরাপি প্রতিরোধ বা ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধের কারণ ব্যাখ্যা করতে সহায়তা করতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। তবে এই তথ্য আরও বিশদ গবেষণার মাধ্যমে নিশ্চিত করতে হবে।
কোষের মৌলিক শেখার ক্ষমতা নিয়ে এই আবিষ্কার ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞানে বড় পরিবর্তন আনতে পারে। কোষের মনে রাখার ক্ষমতা নিয়ে আপনার মতামত কী? মন্তব্যে জানান!
[ক্রাইম জোন ২৪] - সবার আগে, সব খবর!
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]