বরিশালে ধর্ষণ ও হত্যার অভিযোগে দুই আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। আজ (১৮ নভেম্বর) আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়ীতে এক নারীকে গণধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে তার লাশ সন্ধ্যা নদীতে ফেলে দেওয়া হয়। এই ঘটনায় নিহত নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার প্রেক্ষিতে আদালত সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ সংগ্রহের পর আসামী সয়ন চন্দ্র শীল ও সুমন ফকিরকে ধর্ষণ ও হত্যার দায়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পাশাপাশি, আদালত উক্ত দুই আসামীকে এক লাখ টাকা করে জরিমানা আরোপ করেছেন।
এ রায়ের মাধ্যমে আদালত ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা দিলো।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]