বরিশাল চৌমাথা এলাকায় হকারদের দখলদারিত্বে রাস্তায় সৃষ্টি হয়েছে চরম যানজট। চৌমাথা শহরের ব্যস্ততম স্থান হওয়ায় এখানে প্রতিদিনের যানবাহন চলাচলে জটিলতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় হকাররা ফুটপাথ এবং রাস্তায় দোকানপাট বসিয়ে রাস্তা দখল করে রেখেছেন, যার কারণে পথচারী ও যানবাহনের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়াও, রিক্সা ও আলফা সিএনজি চালকরা রাস্তার এক পাশে অবৈধভাবে পার্কিং করছেন, যার ফলে আরো জ্যামের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে সকাল-বিকেল ব্যস্ত সময়ে চৌমাথায় এই অবস্থা চরম আকার ধারণ করে, এবং যানবাহন চলাচল একেবারে থেমে যায়।
দৈনন্দিন যাতায়াতে জনসাধারণের ভোগান্তি এবং যানজটের কারণে বিপাকে পড়েছেন অফিসগামী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ। অনেক সময় জরুরি পরিস্থিতিতেও দ্রুত গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানানো হচ্ছে, যাতে অবিলম্বে হকারদের দখলদারিত্ব বন্ধ করা হয় এবং রাস্তার যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায়। পাশাপাশি, রিক্সা ও সিএনজি পার্কিং ব্যবস্থা সম্পর্কে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে, যাতে জনগণের যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না হয়।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]