ক্রাইম জোন ২৪: বরিশাল শহরের রুপাতলী এলাকার আওয়ামী লীগ নেতা সোহেল মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কোতয়ালি মডেল থানা পুলিশ তার বাসার সামনে থেকে তাকে আটক করে।পুলিশ জানায়, সোহেল মোল্লা বিএনপির কার্যালয় পুড়ানোসহ দুটি মামলার আসামি। উভয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।কোতয়ালি থানার ওসি মিজানুর রহমান বরিশালটাইমসকে জানান, ১৮ জুলাই শহরের চৌমাথা এলাকায় বিএনপির মিছিলে হামলা চালানো হয়, যার ফলে মহানগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক মারধরের শিকার হন এবং সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার গুরুতর আহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের কয়েকশ’ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়, যার মধ্যে সোহেল মোল্লাও আসামি।আরেকটি ঘটনার মধ্যে, বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আগুন দেওয়া হয়, যেটি সরকারের পতনের একদিন আগে সংঘটিত হয়।
এ ঘটনায় বিএনপির মনিরুজ্জামান ফারুক মামলা দায়ের করেন। এই মামলায়ও সোহেল মোল্লা অভিযুক্ত।পুলিশের তথ্য অনুযায়ী, সোহেল মোল্লা রুপাতলীর প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ছিলেন, যদিও তার পরিবার দাবি করেছে, তিনি বর্তমানে আওয়ামী লীগের কোনো পদে নেই। তবে অতীতে তিনি সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র কাছের মানুষ ছিলেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]