ছাত্র-জনতার আন্দোলনের মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন গ্রেফতার, ২ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা: বরিশাল থেকে আটক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান তাকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।এর আগে যাত্রাবাড়ী থানার পুলিশ আলেপ উদ্দিনকে হত্যার মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত এ আবেদন পর্যালোচনা করে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।আলেপ উদ্দিনের পরিবার অভিযোগ করেছেন যে গত মঙ্গলবার (১২ নভেম্বর) বরিশালে পুলিশের ডিআইজি কার্যালয় থেকে দুপুর ২টার দিকে তাকে নিয়ে যাওয়া হয়। দুই দিন পর বৃহস্পতিবার তাকে আদালতে উপস্থাপন করা হয়।
আলেপ উদ্দিন ৩১তম বিসিএসের মাধ্যমে পুলিশে যোগদান করেন এবং ছাত্র-জনতার গণআন্দোলনের সময় তিনি পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্ব পালন করছিলেন।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]