নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশাল জেলা দক্ষিণ শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা এক জমকালো আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আদর্শিকভাবে গড়ে ওঠার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী তরুণদল বরিশাল জেলা দক্ষিণ শাখার নবনির্বাচিত সভাপতি আকরাম হোসেন শিবলু।সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মিজান হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক - মনির হোসেন এবং পনি এস হাসান।এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।নবগঠিত কমিটির সদস্যদের পরিচয়পর্বের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে পরিচিত করা হয় এবং আগামীর কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও তরুণদেরকে বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করা হয় এবং আগামীর গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে বরিশাল জেলা ও উপজেলার বিপুল সংখ্যক তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেন, যা প্রমাণ করে তরুণদের মধ্যে জাতীয়তাবাদী চেতনার প্রগাঢ় অবস্থান।
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]