[ad_1]
ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম বাইন্যান্সের মাধ্যমে ডলার কেনার নামে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৫ আগস্ট) গুলশানে সকাল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে কোটি টাকার জাল নোটসহ রুবেল আহম্মদ (৩৮) ও তাপস বাড়ৈকে (৩০) গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বুধবার রাতে আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই দুজনের কাছ থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার টাকার জাল নোট, ২২ হাজার টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ওসি হাফিজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে জানা যায়, গুলশান-২ এলাকায় কয়েকজন ব্যক্তি বাইন্যান্স প্ল্যাটফর্মের মাধ্যমে ডলার ক্রয়ের জন্য জাল টাকাসহ অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে ২৬ লাখ টাকার জাল নোটসহ রুবেল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থাকা দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে মিরপুর ও পরে গুলশানের একটি হোটেলে রাতে অভিযান চালিয়ে আরও ৮৯ লাখ ৯২ হাজার টাকার জাল নোটসহ তাপস বাড়ৈ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। পলাতক সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান ওসি।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]