[ad_1]
খাগড়াছড়িতে সেনাবাহিনীর মানবিক সহায়তা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২৩: ৫৩
খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ি সদর সেনা জোন কর্তৃক আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। আজ বুধবার (৬ আগস্ট) সকালে খাগড়াছড়ি জোনের বাগানবিলাসে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম এ মানবিক সহায়তা দেন।
জোন কর্তৃক জানানো হয়, ১৪টি পরিবারকে চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও সাবলম্বী করার লক্ষ্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। এ ছাড়া ৫০ পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল পাঁচ কেজি, ডাল এক কেজি, লবণ এক কেজি, চিনি এক কেজি, আটা দুই কেজি ও ছোলা এক কেজি।
বিতরণ অনুষ্ঠানে জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম বলেন, ‘ইতিপূর্বে বহুবার সদর জোন কর্তৃক এই রকম মানবিক সহায়তামূলক কার্যক্রম ও ত্রাণসহায়তা দিয়ে সাধারণ জনগণের সঙ্গে খাগড়াছড়ি জোন অঙ্গাঅঙ্গিভাবে মিশে রয়েছে। এটিও আমাদের দৈনন্দিন কাজেরই একটি অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় খাগড়াছড়ি জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল উপস্থিত ছিলেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]