[ad_1]
বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় রানা আহম্মেদ (৩৬) নামের এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে আদমদীঘি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যায় বগুড়া আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
রানা আহম্মেদ উপজেলার শিয়ালশন (দক্ষিণপাড়া) গ্রামের মোকারম হোসেনের ছেলে। তিনি আদমদীঘি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
আদমদীঘি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২৫ আগস্ট থানায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে একটি মামলা হয়। এ মামলায় নাম উল্লেখ এবং অজ্ঞাতনামাসহ ৫ শতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। সেই মামলায় রানাকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]