[ad_1]
ওস্তাদ ইয়াকুব আলী খানের ছেলে সংগীতশিল্পী ইউসুফ আহমেদ খান কন্যাসন্তানের বাবা হয়েছেন। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে ইউসুফের স্ত্রী লাসমী কন্যাসন্তানের জন্ম দেন। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছে বলে জানিয়েছেন ইউসুফ। আগামীকাল বৃহস্পতিবার স্ত্রী-সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুরের বাসায় ফেরার কথা রয়েছে ইউসুফের।
ভালোবেসে ২০১৮ সালের ২৩ সেপ্টেম্বর লাসমীকে বিয়ে করে সংসারজীবন শুরু করেন ইউসুফ। সাত বছরের সংসারে প্রথম সন্তানের আগমনে পুরো পরিবারে বইছে আনন্দের বন্যা। ইউসুফ জানিয়েছেন, এখনো মেয়ের নাম রাখা হয়নি। পরিবারের সবাই মিলে ওর একটি সুন্দর নাম রাখবেন।
উল্লেখ্য, ইউসুফ আহমেদ খান এক বছরেরও বেশি সময় ধরে রাজধানীর কুর্মিটোলার বিএফ শাহীন কলেজের সংগীত বিভাগে শিক্ষক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নিয়মিত প্রকাশ করছেন নতুন গান, অংশ নিচ্ছেন বিভিন্ন টিভি অনুষ্ঠান ও স্টেজ শোয়ে।
চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত সংগীতশিল্পী ইউসুফ বলেন, ‘আল্লাহর অশেষ শুকরিয়া, তিনি আমার ঘর আলো করে দিয়েছেন। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে যেন ভালো মানুষ হয়ে বেড়ে উঠতে পারে। মানুষ ও দেশের জন্য কাজ করতে পারে।’
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]