[ad_1]
চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ, দেড় ঘণ্টা চিকিৎসা বন্ধ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০: ৪২
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল। ছবি: আজকের পত্রিকা
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে এক চিকিৎসক ও রোগীর স্বজনের বিরুদ্ধে পরস্পরকে মারধরের অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় বহির্বিভাগে চিকিৎসকদের কক্ষের সামনে এ ঘটনা ঘটে। এরপর হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে চিকিৎসাসেবা।
মারধরের শিকার চিকিৎসকের নাম মারুফুর রহমান রাব্বী। তিনি হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা। অন্যদিকে মারধরের শিকার রোগীর স্বজনের নাম ইমাম হোসেন বাররু। তাঁর বাড়ি হাসপাতালসংলগ্ন মসজিদপাড়া মহল্লায়।
ইমাম হোসেনের অভিযোগ, সকালে তাঁর ভাগনির সাড়ে তিন বছরের শিশুকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে যান। কিন্তু ওই সময় চিকিৎসক মারুফুর রহমান রাব্বী রোগী না দেখে কক্ষে বসে নাশতা খাচ্ছিলেন। এ নিয়ে প্রতিবাদ করলে চিকিৎসক ও তাঁর সহযোগীরা তাঁকে মারধর করেন।
এদিকে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাসুদ পারভেজ বলেন, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দেড় হাজারের বেশি রোগী চিকিৎসা নিতে আসে। এ রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হয়। এমন পরিস্থিতিতে চিকিৎসা দিতে সামান্য বিলম্ব হওয়ায় রোগীর স্বজন ও তাঁর সহযোগীরা চিকিৎসক মারুফুর রহমান রাব্বীকে মারধর করেন।
মাসুদ পারভেজ আরও বলেন, চিকিৎসক ও রোগীর স্বজনদের পরস্পরের মারধরের ঘটনায় হাসপাতালে উপস্থিত রোগী ও রোগীর স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেশির ভাগ চিকিৎসক রোগী দেখা বন্ধ রাখেন। এতে হাসপাতালের চিকিৎসাসেবা প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে। বিষয়টি মীমাংসা হওয়ার পর বেলা ১টার দিকে চিকিৎসাসেবা পুরোপুরি শুরু হয়।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]