শিরোনাম

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে

Ajker Patrika

এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ২০: ০৩

Photo

ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার আজ বুধবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।

এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল ১০ আগস্টের মধ্যে প্রকাশ করা হবে। তবে ফল প্রকাশের তারিখ এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল ফোন নম্বরে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি সংশোধিত ফল সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে।

গত ১১-১৭ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীরা টেলিটক মোবাইল অপারেটরের নির্ধারিত পদ্ধতিতে প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে আবেদন করে।

এসএসসি-সমমান পরীক্ষায় এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ৯টি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ৬ লাখ ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়। তাদের মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।



আরও দেখান

সম্পর্কিত খবর

Back to top button