[ad_1]
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে অপহরণের শিকার এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলার বাহুবল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার (৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে র্যাব-৯ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গতকাল উল্লিখিত সময়ে বাহুবল উপজেলা সদরের বাজার থেকে অপহৃত এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার এবং অপহরণের মূল অভিযুক্ত মো. মুস্তাকিন মিয়াকে (২৫) গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত যুবক বানিয়াচং উপজেলার চাঁনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৩ মে এসএসসি পরীক্ষা শেষে বেলা ১টার দিকে বাড়ি ফেরার সময় মেয়েটিকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশা উঠিয়ে অপহরণ করা হয়। এই অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা করেন মেয়ের বাবা।
র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]