[ad_1]
কিশোরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ১২ বছর বয়সী এক মেয়েকে হত্যার দায়ে বাবা, চাচা ও চাচাতো ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নূরুল আমিন বিপ্লব এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জালাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত তিনজন করিমগঞ্জ উপজেলার কিরাটন ইউনিয়নের ভাটিয়া জহিরকোনা গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন আনোয়ারুল ইসলাম (আঙ্গুর), তাঁর ভাই খুরশিদ মিয়া ও ভাতিজা সাদেক মিয়া। তাঁরা মামলায় জামিনে মুক্তির পর থেকে পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১০ আগস্ট রাতে আনোয়ারুল তাঁর ভাই ও ভাতিজাকে নিয়ে নিজের মেয়ে মীরা আক্তার আসমাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে বাড়ির পাশের বাঁশঝাড়ে ফেলে রাখেন। পরদিন তিনি করিমগঞ্জ থানায় মামলা করেন, যেখানে প্রতিপক্ষের আবুবকর সিদ্দিকসহ ১৬ জনকে আসামি করেন।
ঢাকাপুলিশ মামলাটি তদন্ত করতে গিয়ে এই আসল চিত্রের সন্ধান পায়। এরপর করিমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দত্ত নতুন মামলা করেন। এতে আনোয়ারুল, তাঁর ভাই, ভাতিজা ও স্ত্রী মোছা. নাজমুন্নাহারকে আসামি করেন। ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি চারজনের নামে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র জমা দেওয়া হয়। তবে বিচারপ্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত নাজমুন্নাহারকে বেকসুর খালাস দিয়েছেন।
[ad_2]
ঠিকানা: ১১৮ হাবিব ভবন ৪র্থ তলা, বিবিরপুকুর পশ্চিম পাড়, বরিশাল-৮২০০
মোবাইল: 01713956574, 01712445776 ইমেইল: [email protected]